সাংবাদিককে হুমকি দেওয়ার প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন করেছেন বিভিন্ন গণমাধ্যমের বিনোদন সংবাদকর্মীরা। বেলা আড়াইটায় শুরু হওয়া মানববন্ধনে ঘণ্টাখানেক বক্তব্য দেন সাংবাদিকেরা।
এসময় বক্তারা তানজিন তিশার উদ্দেশে বলেন, ‘তানজিন তিশা, আপনি নানা সময়ে সাংবাদিকদের সঙ্গে বাজে আচরণ করেছেন। আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে অনেক। এবার আপনি এসব বন্ধ করুন।’
উল্লেখ্য, ১৬ নভেম্বর খবর ছড়ায়, অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেমের জেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন অভিনেত্রী তানজিন তিশা। এ বিষয়ে জানতে চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক মাজহারুল ইসলাম তামিম কথা বলতে চান তিশার সঙ্গে। আলাপকালে ওই সাংবাদিককে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দেন তিনি। নিজের ভুল স্বীকার করে পরদিন ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দেন তিশা। ঘণ্টা দু-এক পর সেই পোস্ট মুছেও ফেলেন। সোমবার বিকেলে সেই সাংবাদিকের নামে ডিবি কার্যালয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ জানান তিশা।
সাংবাদিককে হুমকি দেওয়া প্রসঙ্গে সোমবার তিশা বলেন, ‘সেদিন মানসিক ও শারীরিকভাবে আমি সুস্থ ছিলাম না। ফলে কারও ফোন রিসিভ করতে পারিনি। কিন্তু তামিম নামের একজন সাংবাদিকের মেসেজ পেয়ে তাকে ফোন ব্যাক করি। মেসেজটা এমন ছিল যে একজন নারী হিসেবে এটা আমার জন্য অনেক সেনসিটিভ। আমার মনে হয়েছে, কোনো নারীকেই সে এই প্রশ্ন করতে পারে না, যেটা সে আমাকে করেছে। সেই টেক্সট আমি সবার সামনে প্রকাশ করতে পারব না।’
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকেরা জানান, তিশার সঙ্গে তামিমের কথোপকথনের একটি স্ক্রিনশট দেখা গেছে; যেখানে তামিম তাঁর পরিচয় ও পদবী দিয়ে হোয়াটসঅ্যাপে টেক্সট করেন তিশাকে।
সেখানে তিনি তিশাকে লিখেছেন, ‘মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে, তিশা অ্যাবরশন করিয়েছেন।’ এতে তিশা অবাক হন। এরপর তামিম বলেন, ‘হ্যাঁ, এমনটাই ছড়াচ্ছে। আপনি এটা ছড়ানোর আগেই একটা স্টেটমেন্ট দেন প্লিজ।’