সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ৩
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ২:২৭ PM
নড়াইলে ২৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসয়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। গ্রেফতার তারা হলেন- মুক্তার সরদার (২৬),মোঃ টিটো খান (২৭) ও শাকিব খান (২৩)। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে পৃথক দুইটি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মুক্তার সরদার নড়াইল সদর থানার আগদিয়া মধ্যপাড়া গ্রামের মোঃ মোশারেফ সরদারের ছেলে,মোঃ টিটো খান লোহাগড়া থানার নলদী ইউনিয়নের নলিয়া গ্রামের হাফিজার খানের ছেলে এবং সাকিব খান একই গ্রামের মোঃ সবুর খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই জয়দেব কুমার বসু ও এসআই অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে মুক্তার সরদারকে নড়াইল সদর থানার কলোড়া ইউনিয়নের অন্তর্গত আগদিয়া মধ্যপাড়া গ্রামের জনৈক রহিমা বেগমেরর বসতবাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

অপর অভিযানে ২১ নভেম্বর রাতে নড়াইল সদর থানার হবখালী ইউনিয়নের হাড়িগড়া গ্রামস্থ জনৈক কামাল মোল্লার ধানি জমির দক্ষিণ দিকে নড়াইল-মাগুরাগামী পিচের রাস্তার উপর থেকে টিটো খান ও সাকিব খানকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। 

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছাব্বিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামিদের নিকট থেকে মোট ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত