মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
মাত্র এক হাজার টাকায় বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৬:৪৬ PM আপডেট: ২২.১১.২০২৩ ৬:৫৫ PM
এক হাজার টাকার বিনিময়ে গাড়িতে আগুন দেয়ার সময় হাতেনাতে আটক হয়েছে এক অগ্নিসংযোগকারীকে। বুধবার (২১ নভেম্বর) রাজধানীর আসাদগেট এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক ব্যক্তি পেশায় একজন রিকশাচালক। অবরোধকারীরা তাকে এক হাজার টাকা দিয়ে আগুন দেয়ার নির্দেশ দেয়।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর মোহাম্মদপুর থেকে উত্তরাগামী প্রজাপতি পরিবহনে যাত্রীবেশে ওঠেন মামুন ও তার এক সঙ্গী। বসেন গাড়ির পেছনের দিকে। আসাদগেটে এলে পলিথিনে আনা অকটেন গাড়ির সিটে ঢেলে আগুন ধরিয়ে দেন।
 
এ সময়, তাদের সামনের সিটে বসে থাকা এক যাত্রী এই ঘটনা টের পেয়ে চিৎকার দিলে দ্রুত মামুনের সঙ্গী পালিয়ে যায়। তবে মামুনকে ধরে ফেলেন যাত্রীরা। পরে পানি ঢেলে নেভানো হয় আগুন, এ সময়ে পুড়ে যায় বাসের কয়েকটি সিট।

এ ধরনের ঘটনা প্রতিরোধে যাতায়াতের সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তেঁজগাও জোনের ডিসি।  অগ্নিসংযোগে জড়িত বাকিদেরও গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত