শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
নড়াইলে রেল প্রকল্প পরিদর্শন করলেন রেলমন্ত্রী
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৪:০৪ PM
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা-যশোর রেললাইনের নড়াইল অংশের লোহাগড়ার রেল ষ্টেশন পরিদর্শন করেছেন রেল মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন এমপি।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গা থেকে ট্রেনের একটি বগিতে চড়ে লোহাগড়া উপজেলার নারান্দিয়া রেল স্টেশনে পৌছান মন্ত্রী নূরুল ইসলাম। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনসহ রেল প্রকল্প সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে রেল মন্ত্রী ষ্টেশন সংলগ্ন রেল প্রকল্পের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই রেলের কাজ সম্পন্ন হবে এমনকি তার দুই এক মাস আগেও শেষ হতে পারে। মন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচনে জনগন যদি ভোটাধিকার প্রদান করে আমাদেরকে সরকার গঠন করার সুযোগ করে দেয় তাহলে দেশ উন্নয়নের এই ধারা আমারা অব্যাহত রাখব।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত