লক্ষ্মীপুরে শতাধিক দুঃস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
কেন্দ্রীয় যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগের সভাপতি প্রার্থী বায়েজিদ ভূঁইয়ার উদ্যোগে সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন, যুবলীগের সভাপতি প্রার্থী বায়েজিদ ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনায়েম হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন রুমি, সাবেক ছাত্রলীগ নেতা গোফরান বাবু, রুবেল আহমেদ রাজু, যুবলীগ নেতা দিপু পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বায়েজিদ ভূঁইয়া বলেন, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নির্দশনায় আমি মানবিক কাজ করে আসছি। যুবলীগ মানবতার সেবায় নিয়োজিত। সংগ্রামে, সংকটে, দুযোগে, মানবিকতায় যুবলীগ। তারই ধারাবাহিকতায় আমিও মানবিক কাজ করে যাচ্ছি। দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ, করোনাকালীন সহযোগীতা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সহযোগিতা মূলক কাজে নিজেকে সম্পূক্ত রেখেছি।
দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
কম্বল বিরতণ শেষে শহীদ শেখ ফজলুল হক মনির রুহের মাগফেরাত কামনা করে দক্ষিণ মজুপুর কারী ওছিম উদ্দিন এবতেদায়ী মাদরাসা ও এতিমখানায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।