রবিবার ১০ আগস্ট ২০২৫ ২৬ শ্রাবণ ১৪৩২
রবিবার ১০ আগস্ট ২০২৫
ময়মনসিংহের এগারোটি আসনে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৩:৫৭ PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে মোট ১০৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইয়ে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

শনিবার ও রবিবার যাচাই-বাছাইয়ে বিভিন্ন ত্রুটি ধরা পড়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। দুই দিন সকাল থেকে বিকাল পর্যন্ত রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমানের নেতৃত্বে মনোনয়ণপত্র যাচাই-বাছাই হয়। ১১টি আসনে দলীয় ৬৯ জন এবং স্বতন্ত্র ৩৮ জনসহ ১০৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন।

এতে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহমেদ খান, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে এ.কে.এম আব্দুর রফিক, মোশাররফ হোসেন আজাদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে আওয়ামী লীগ নেতা এডভোকেট বদর উদ্দিন আহমেদ, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. নজরুল ইসলাম, নির্দলীয় মো. ফয়জুর রহমান, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে সতন্ত্র প্রার্থী জাতীয় পার্টি রওশন গ্রুপের নেতা  ডা. খন্দকার রফিকুল ইসলাম(কেআর ইসলাম), মো. আব্দুল মান্নান আকন্দ, মো. জাহাঙ্গীর আলম খান ও নৌকার মনোনয়ন পাওয়া বর্তমান এমপি মুসলেম উদ্দিনের মেয়ে সেলিমা বেগম, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) স্বতন্ত্র প্রার্থী বাবুল আহমেদ, আবুল মুনসুর(ভিক্ষুক আবুল মুনসুর), মো. হাবিবুর রহমান খান ও মুক্তি জোটের মো. বাদশা দেওয়ান, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) স্বতন্ত্র মো. খিজির হায়াত খান, কানিজ ফাতেমা ও একেএম ওয়াহিদুজ্জামান, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) স্বতন্ত্র কায়সার আহমদ ও মোহাম্মদ আবুল হোসেন এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) স্বতন্ত্র মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, মো. আ. রহমান ফকির, তরিকত ফেডারেশনের মো. কায়কোবাদ হোসেন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির জিয়া উদ্দিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। তবে ময়মনসিংহ-৪ ও ময়মনসিংহ-৯ আসনে কোনও প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।

এসব তথ্য নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বলেন, শনিবার ও রবিবার ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিভিন্ন ধরনের ত্রুটি থাকায় ২৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে যাদের বাতিল করা হয়েছে তাদের আপিলের সুযোগ রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত