৮টি জেলার নারী ফুটবল দল নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফুটবল টুর্ণামেণ্ট এর তৃতীয় দিনে দিনাজপুর দলকে ২গোলে পরাজিত করলো গাইবান্ধা নারী দল।
সোমবার (৪ ডিসেম্বর) ডোমার ফুটবল একাডেমি’র আয়োজনে ও ডোমার উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদের পৃষ্ঠপোষকতায় বিকাল ৩টায় নীলফামারী জেলার ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্ণামেন্ট খেলাটি অনুষ্ঠিত হয়।
তৃতীয় দিনের খেলায় অংশগ্রহনকারী দল দিনাজপুর জেলা নারী ফুটবল দল বনাম গাইবান্ধা জেলা নারী ফুটবল দল। খেলার শুরু থেকেই দুই দলের তুমুল লড়াইয়ের মধ্যে গাইবান্ধা দলের ৩নং জার্সি পরিহিতা খেলোয়ার তানিয়া আক্তার অসাধারণ একটি সট দিনাজপুর দলের গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোলবারে ঢুঁকে যায় বল।
১-০ গোলে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে শুরু হয় আবার লড়াই। উভয় দলেরেই খেলোয়াররা আক্রমণাত্মক খেলা খেলতে থাকে। তবে শেষমেশ কোন গোল করতে পারেনি দিনাজপুর নারী দলটি। খেলা শেষের দিকে আবারো গাইবান্ধা দলের ৮নং জার্সি পরিহিতা ইলা প্রতিপক্ষের দলের খেলোয়ারদের পাশ কাটিয়ে আলতো করে শুট করে। সাথে সাথে বল চলে যায় দিনাজপুর দলের গোলবারের জালে। এতে ২-০ গোলে জয়ী হয় গাইবান্ধা নারী দল। বিজয়ী দল আগামী ৮ডিসেম্বর সেমি ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে।
প্রসঙ্গত; রংপুর বিভাগের আট জেলা নিয়ে নীলফামারীর ডোমার উপজেলায় দুই ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন হয়। আগামী ১০ডিসেম্বর টুর্ণামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।