শনিবার ২৬ জুলাই ২০২৫ ১১ শ্রাবণ ১৪৩২
শনিবার ২৬ জুলাই ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৮ PM
গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে।ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলী আজম খাঁন (৬০) নামে এ বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পরিবারের দাবি, ১০-১২ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। 

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্ত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ছেলে মিরান খাঁন জানান, গতকাল রাতে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যান তিনি। সকালে মা আমাকে ডেকে বলছেন তোর বাবাকে ডাকছি কোনো সারা শব্দ নাই। তখন আমি ঘরের টিন কেটে ঘরে ডুকে দেখি ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে রশিতে ঝুলে আছে।তিনি আরো বলেন, তার বাবা আলী আজম অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন। তিনি ১০-১২ বছর ধরে মানষিক রোগে ভুগছিলেন। শীত আসলেই উনার সমস্যা দেখা দিতো। 

গত ৮ মাস আগে তার বাবা তাদের দুই ভাই দুই বোনের নামে সকল সম্পত্তি লিখে দেয়। আমার বড় ভাই মিরাজুল খান পুলিশে কর্মরত।সরাইল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে এসে দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। নিহতের কোমরে কিছু টাকাও পাওয়া গেছে। পরে পুলিশকে খবর দেন তিনি, পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তিনি মানসিক রোগী ছিলেন বলেও জানান মহিলা ভাইস চেয়ারম্যান। আলী আজম উপজেলার কাটানিশার এলাকায় একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন পরে ওই স্কুল সরকারি হয় কিন্তু উনি নিয়মিত স্কুলে যেতেন না।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরানুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত