নারায়ণগঞ্জের আড়াইহাজারে কবিরাজ দেখাতে এসে যাবার পথে এক সন্তানের জননী গণধর্ষণের শিকার হয়েছেন। ঐ গৃহবধূ ব্রহ্মপুত্র নদের পাড়ের রাস্তার পাশে এই ঘটনা ঘটে না ঘটে। তিনি উপজেলার পাঁচগাও দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা ।
ঘটনাটি গত মঙ্গলবার ২ জানুয়ারি সন্ধ্যায় ঘটেছে।
এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে থানায় ৪ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ এজাহার নামীয় চার আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন, মাধবদীর রহিমদী এলাকার আনোয়ার হোসেনের ছেলে পারভেজ মিয়া (২৬), আড়াইহাজারের কামরানীরচর এলাকার ইিলয়াছ মোল্লার ছেলে রনি মোল্লা (২৩), মাঝেরচর এলাকার কাশেমের ছেলে কামরুল ইসলাম (৩০) ও মাধবদীর দস্তরদী এলাকার হযরত আলীর ছেলে শাহাজালাল (২৭)।
এ ঘটনার বিবরণে জানা যায়, ধর্ষিতা ওই সময় নিজ বাড়ী থেকে আসামী কামরুল ইসলামের অটোরিকশাতে চড়ে রহিমদী এলাকায় এক কবিরাজের বাড়ীতে যাচ্ছিলেন। পথে ব্রহ্মপুত্র নদের পাশের রাস্তায় গিয়ে গাড়ী নষ্ট হয়ে গেছে বলে কামরুল রাস্তার পাশে গাড়ী থামায়। এ সময় পাশে ওঁৎ পেতে থাকা অপরাপর অভিযুক্তরা এসে কামরুলের সহযোগিতায় ধর্ষিতাকে রাস্তার পাশের স্থানে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে দল বেঁধে ধর্ষণ করে।