শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
নৌকায় ভোট দিলে নাগরিক সেবা নিশ্চিত করা হবে: বদিউজ্জামান সোহাগ
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ৭:২০ PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগের শেষ মুর্হুতের নির্বাচনী পথসভা জনস্রোতে রুপ নিয়েছে।   

বৃহস্পতিবার বিকেলে  মোরেলগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথ সভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ বলেছেন, নৌকা প্রতীকে ভোট দিলে নাগরিক সেবা নিশ্চিত করা হবে। পৌর বাসির দ্বারপ্রান্তে পৌছে দেওয়া হবে সকল নাগরিক সুযোগ সুবিধা। পৌরসভার ৯টি ওয়ার্ডে সুপেয় পানি লবণাক্ততা দূর করতে দেওয়া হবে ভেড়িবাধ, পানগুছি নদীতে ব্রীজ এগুলো বাস্তবায়ন করা হবে। 

মোরেলগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট  জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুর রহিম খান, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতান লিলি, বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন, আওয়ামী লীগ নেতা অধ্যাপক শাহবুদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান লাল, জেলা আওয়ামী লীগের অধ্যাপক মাহফিজুর রহমান মাফুজ, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. প্রবীর রঞ্জন হালদার, সহ বিভিন্ন নেতৃবৃন্দ। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হাসিবুর রহমান রিজন, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সদস্য মাকসুদুর রহমান রিসাদ, বাঙা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম জাহিদ মাহমুদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. রেজাউল করিম প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত