লক্ষ্মীপুরে ৫ শতাধিক দুঃস্থ লোকের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) সকালে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ওছিমুদ্দিন কারী বাড়ির সামনে অ্যামেরিকা প্রবাসী জাহাঙ্গীর আলম মিলনের উদ্যোগে খোরশেদ আলম মেমোরিয়াল ট্রাস্ট্রের মাধ্যমে এ কম্বল বিতরণ করা হয়েছে।
শীতের কম্বল হাতে পেয়ে স্বস্তিতে শীতার্তরা।
প্রবাসী জাহাঙ্গীর আলম মিলন বলেন, খোরশেদ আলম মেমোরিয়াল ট্রাস্ট্রের মাধ্যমে আমরা এলাকায় দুঃস্থের বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে থাকি। করোনাকালীন এবং বিভিন্ন সংকট মুহুর্তে এ ট্রাস্ট্রের মাধ্যমে গরীব-দুঃখীদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এ শীতে শীতার্তদের শীত নিবারনে পাঁচশ লোকের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আমাদের সহায়তা অব্যাহত থাকবে।