আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-০১ ও লালমনিরহাট-০২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোতাহার হোসেন এবং সমাজকল্যানমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির পক্ষে বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রাজিয়া মোস্তফা ।
কালিগঞ্জ আদিতমারীত ও হাতিবান্ধা এলাকায় বুধবার ও বৃহস্পতিবার নির্বাচনি প্রচারে অংশ গ্রহন করে।
কেন্দ্রীয় মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রাজিয়া মোস্তফা পৃথক ভাবে এই দুদিন জেলার বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে লিফলেট বিলি করে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চায়,এবং নির্বাচনী জনসভায়ও চড়ে নেতা-কর্মীদের নিয়ে মিছিল করে। এবং ভোটের আহ্বান ও জানান।
এ বিষয়ে রাজিয়া মোস্তফা বলেন, ‘দল মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছি। আমি নিজে এই এলাকার বউ মা। কেন আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে সেটা মানুষকে বুঝিয়েছি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিশ্বস্ত কাণ্ডারী। তিনি সরকারে থাকলে বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ-বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।
উল্লেখ্য জানা গেছে যে এই মহিলা নেত্রী নৌকার পক্ষে সারাদেশে বিভিন্ন প্রার্থীর হয়ে প্রচার প্রচারণা চালান।