মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে প্রাক্তন ছাত্র সংসদের নবগঠিত কমিটির আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৭:২৭ PM
চাঁপাইনবাবগঞ্জে নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সদর উপজেলার বারঘরিয়া এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশীদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রাক্তন ছাত্র সংসদের প্রধান উপদেষ্টা ভবসুন্দর পাল, দিলিপ রায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহীদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মিলন কুমার পাল।

বক্তারা বিদ্যালয়ের অতীতের স্মৃতিচারণ করে বলেন, প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের অনিন্দ্য অলংকার। তাদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সুসম্পর্ক রাখা গেলে তাতে প্রতিষ্ঠানের মানবিক সৌন্দর্য বিকশিত হয়। আমরা চাই নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে প্রতিষ্ঠানের আন্তরিকতা বজায় থাকুক।

মিনাজ আলী’র সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন-  শ্রী ধর্ম হলদার, শ্রী জয়চাঁন পাল, শ্রী বিজয় সিংহ, শ্রী গৌতম হলদার প্রমুখ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত