বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
ময়মনসিংহে দুই ভোট কেন্দ্রে আগুন
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৪:৫৪ PM
ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও উপজেলার দুটি ভোট কেন্দ্রে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। 

শনিবার ভোর রাতে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের গফরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পরশীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও সকাল ৯ টার দিকে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী প্রিজাইডিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ভোররাত চারটার দিকে গফরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পরশীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টশার্কিট নাকি নাশকতা তা জানার চেষ্টা চলছে। তবে, আগুনে তেমন ক্ষতি হয়নি, কেন্দ্রে ভোট গ্রহণ করার মত পরিস্থিতি আছে।

নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, সকাল ৯ টার দিকে নান্দাইল সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কিভাবে আগুন লেগেছে, তা জানার চেষ্টা চলছে। তবে, অগ্নিকান্ডে কেন্দ্রের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত