দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর ব্যাপক নিরাপত্তা জোরদার করতে সক্ষম হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার পাঁচটি আসনের ৯০০ কেন্দ্রে থাকছে পুলিশ, আনসার ব্যাটালিয়ন, বিজিবি,সড়ক মহাসড়কের টহল দিচ্ছে সেনাবাহিনী। তাছাড়াও সাদা পোশাকে থাকছে পুলিশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এছাড়াও দুটি কেন্দ্র ঘিরে রয়েছেন একটি করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সুস্থভাবে ভোটার উপস্থিত হয়ে ভোট প্রদানের লক্ষ্যে এমন নিরাপত্তা জোরদার করতে সক্ষম হয়েছে রিটার্নিং অফিসারের কার্যালয়। সকল প্রকার নাশকতা এড়াতে যেকোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে পারে আইনশৃঙ্খলা বাহিনী। রিটার্নিং অফিসারের কার্যালয় হতে হট লাইনের ব্যবস্থা করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সকল ম্যাজিস্ট্রেটের ফোন নম্বর সকল পর্যবেক্ষকদের কাছে প্রদান করা হয়েছে।
রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানানো হয়, সকল ভোটারের স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সহযোগিতা করবে। সকল দেশে বিদেশি পর্যবেক্ষকদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। এবং নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে সকল পর্যবেক্ষককে চলার অনুরোধ জানান।