<
সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১ আশ্বিন ১৪৩১
সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪
কুমিল্লায় আওয়ামী লীগ নেতার বাড়িতে লাগানো আগুনে ৭ জনের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৮:৪১ PM আপডেট: ০৬.০৮.২০২৪ ৮:৫৩ PM
কুমিল্লা নগরীর অশোকতলায় সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. শাহ আলমের আগুনে পুড়ে যাওয়া বাড়ি থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে বাড়িটি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, নগরীর অশোকতলা এলাকার আশিক (১৪), শাকিল হোসেন (১৪), শাওন (১২), রনি (১৬) ও মহিন উদ্দিন (১৭), মাহফুজুর রহমান (২২) ও অজ্ঞাতপরিচয় আরও এক কিশোর। মঙ্গলবার বিভিন্ন সময়ে জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা অশোকতলা এলাকায় কুমিল্লা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ আলম খানের বাড়িতে হামলা চালায়। 

একপর্যায়ে কয়েকজন বাড়ির তিনতলায় ওঠে পড়ে। এ সময় অন্যরা বাড়ির নিচতলায় আগুন লাগিয়ে দেয়। পরে তিন তলায় অবস্থানকারীরা আগুনে পুড়ে নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন।

এ বিষয়ে জানতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত