ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রেদোয়ান হাসান সাগর (২৪) হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১১ জনের নামে আদালতে মামলার আবেদন করেছেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ।
রোববার সকালে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহানের আদালতে মামলার আবেদন করা হয়। মামলায় আরো ২৫০/৩০০জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে তার বোন শেখ রেহেনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ময়মনসিংহ সদর আসনের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত, ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সহ-সভাপতি আমিনুল হক শামীম, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, গফরগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, গৌরীপুরের সাবেক এমপি নিলুফা আনজুম পপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ভালুকার সাবেক এমপি এমএ ওয়াহেদ, সাবেক এমপি কাজিমউদ্দিন ধনু, হালুয়াঘাটের সাবেক এমপি জুয়েল আরেং, নান্দাইলের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন, ফুলবাড়িয়ার সাবেক এমপি এড. মোসলেম উদ্দিন, জাসদ নেতা নজরুল ইসলাম চুন্নু, শফিকুল ইসলাম মিন্টু, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনসহ ১১১জনকে। এছাড়াও ২৫০ থেকে ৩০০জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিনিয়র আইনজীবী এডভোকেট নুরুল হক বলেন, এ ঘটনায় থানায় কোন মামলা হয়েছে কি না তা আদালতকে জানতে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্দেশ দেয়া হয়েছে। দেশব্যাপী গণহত্যার ন্যায় ময়মনসিংহে নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থী সাগরকে গুলি করে হত্যা করা হয়। আশা রাখছি ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তারে নির্দেশনা দিবে।
মামলার বাদি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, প্রকাশ্যে দিবালোকে মোহিত উর রহমান শান্ত ও তার লোকজন সাগরকে গুলি করে হত্যা করেছে। এর বিচার হতেই হবে। অন্য আসামীদের নির্দেশে ময়মনসিংহে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা আদালতের কাছে সম্পন্ন ভাবে আশাবাদি সাগর হত্যার বিচার হবে।
এসময় আদালত প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ১৯ আগস্ট বিকেলে নগরীর মিন্টু কলেজ এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় গুলিতে নিহত হন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগর। সে আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে।