পটুয়াখালী অন্ধ কল্যান সমিতির (বিএনএসবি চক্ষু হাসপাতাল) নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। ওই কমিটির পরিচিতিসহ সার্বিক পরিস্থিতি নিয়ে মিট দা প্রেসে মিলিত হয়েছেন নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ।
গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় বিএনএসবি চক্ষু হাসপাতালের অডিটোরিয়াম রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় বিএনএসবি চক্ষু হাসপাতালের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম লিটন বলেন, গত ৫ আগষ্ট ছাত্র- জনতার অভূত্থানের পর অন্ধ কল্যান সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষসহ বেশকিছু লোক পটুয়াখালী ছেড়ে পালিয়ে যায়।
যার কারনে সাধারণ মানুষ সকল সেবা কার্যক্রম থেকে বঞ্চিত হন। তাই পূর্বের সকল সেচ্ছাচারিতা ও অনিয়ম, দূর্নীতি থেকে বেরিয়ে এসে সেবা ধর্মী প্রতিষ্ঠান পরিচালনার জন্য সকলের সহযোগিতা চান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনএসবি চক্ষু হাসপাতালের নবনির্বাচিত সভাপতি মোশতাক আহমেদ পিনু বলেন, ৫আগষ্টের পর সাংগঠনিক কার্যক্রমে শূন্যতা দেখা দেয়ায় পূর্বের কমিটির সহসভাপতি মোঃ শফিকুল ইসলাম চান মিয়া জরুরী মিটিং ডেকে ১৭সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন। এই কমিটি খুব স্বল্প সময়ের মধ্যে সাধারণ সভা ডেকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবেন।
তিনি আরো বলেন, বর্তমান কমিটি যাতে সার্বিকভাবে সকল পরিসেবা পরিচালনা করতে পারে তারজন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মোঃ গোলাম আহাদ দুলু, মোঃ জাকির হোসেন, যুগ্ন সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ জিয়াউল হক ফারুক, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু, সদস্য হলেন~ মোঃ ফখরুদ্দীন খান, মেহেদি হাসান নান্নু, শুভাশিষ মূখার্জি, সুভাষ বনিক, গাজী আশফাকুর, মশিউর রহমান, রিমানুল ইসলাম, রুহুল আমিন সিকদার এবং এসএম রেজভী জামান রানা।
সংবাদ সম্মেলনে অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীসহ পটুয়াখালী প্রেসক্লাবের সকল সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।