টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে শহীদ জিয়া মহিলা কলেজ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা মহিলা দলের আহ্বায়ক সেলিনা খলিল তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, পৌর বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর আলম হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মজিজ কমিশনার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিন্টু তরফদার, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক খালেদা আক্তার, থানা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার।
আলোচনা সভায় বক্তারা গত ৫ আগষ্টে ছাত্রজনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনাসহ বিএনপি'র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।