লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গেন্দুকুড়ি আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি কতৃক সীমান্ত এলাকায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার বিকালে ৬১ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি'র সভাপতিত্বে মতবিনিময় সভায় হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, হাতিবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুন নবী ও লালমনিরহাটের বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
এসময় বিজিবি অধিনায়ক বলেন, বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। চোরাচালান প্রতিরোধ, সীমান্ত অতিক্রম, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক চোরাচালান বন্ধ করা বিজিবি’র একার পক্ষে কষ্টসাধ্য।
স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, গণমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার যুব সমাজ মিলে সকলে এগিয়ে আসলেই সীমান্ত অনুপ্রবেশ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে।
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি একটি ঐতিহ্য যা যুগের পর যুগ ধরে সমাজকে স্থিতিশীল এবং শান্তিপূর্ণভাবে এগিয়ে নিতে সহায়তা করেছে। বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং জাতি এখানে মিলেমিশে একসাথে বসবাস করে। এই সম্প্রীতি বজায় রাখতে হলে, আমাদের পরস্পরের প্রতি সম্মান, সহনশীলতা এবং সহযোগিতা দেখাতে হবে।
অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিদের বিজিবি তথা প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য মনোভাব ব্যক্ত করেন।