বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
হত্যা মামলায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ সভাপতি অনি গ্রেফতার
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০৩ PM আপডেট: ৩০.০৯.২০২৪ ৩:৪৭ PM
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মিছিলে গুলি বর্ষণের ঘটনায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশাদ আহমেদ অনি(৩১)কে গ্রেফতার করেছে র‌্যাব। 

গতকাল রবিবার রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব জানায়। 

সোমবার র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তিনি জানান, গত ৪ আগস্ট সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্বতা পোষণ করে সাধারণ শিক্ষার্থীদের সাথে ময়মনসিংহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আন্দোলনে অংশগ্রহণ করে। 

উক্ত ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর অতর্কিত গুলি বর্ষণ করেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনি। তার গুলি বর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামিকে গ্রেফতারের জন্য কার্যক্রম শুরু করে। এরপর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তাকে রাজধানী থেকে রবিবার রাতে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার অনির বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত