রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ২:৫১ PM
‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্চা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী করণ’প্রতিপাদ্যে নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন-সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে এবং প্রবীণ হিতৈষী সংঘ নীলফামারীর সহযোগীতায় এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রবীণ হিতৈষী কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি কৃষিবিদ একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ।

সংঘের প্রাক্তন সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ হাসিবুর রহমান, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বক্তব্য দেন।

এছাড়া সাবেক সংসদ সদস্য নূর কুতুবুল আলম চৌধুরী, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সংঘের সাবেক সভাপতি মোশাররফ হোসেন ও পুলিশ লাইন্স একাডেমির অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র দাস বক্তব্য দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত