শুক্রবার ৮ নভেম্বর ২০২৪ ২৪ কার্তিক ১৪৩১
শুক্রবার ৮ নভেম্বর ২০২৪
সাংবাদিকদের কলম যেন আমাকে দুর্নীতি থেকে বিরত রাখে: ইবি উপাচার্য
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:০০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, আমি দায়িত্বের সাথেই সকল কাজ করে যাবো। তবে আমাকে ঘিরে ক্যাম্পাসে কোন বলয় তৈরি হতে দিবো না। 

যৌক্তিকভাবে আমাকে যেকোনো বিষয় বোঝানো সম্ভব, তবে আমাকে কেনা সম্ভব না। বিগত সময়ের দুর্নীতির তদন্তের কাজ শুরু হয়েছে এবং সেটা চলবে। এক্ষেত্রে কোন সময়ে আমিও যদি দুর্নীতিতে জড়িয়ে যাই, তাহলে সাংবাদিকদের কলম যেন আমাকে দুর্নীতি থেকে বিরত রাখে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রশাসন ভবনের উপাচার্যের সভা কক্ষে বিশ^বিদ্যালয় প্রেস ক্লাবের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে র‌্যাগিং বিষয়ে তিনি আরো বলেন, বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। র‌্যাগিং করার মতো সেই সাহস এখন আর বিদ্যমান নেই । এই বিষয়ে সর্বোচ্চ তদারকি করা হবে। র‌্যাগিং নির্মূলে এখন শিক্ষার্থীরাই যথেষ্ট। কারণ, তারাই দেশের শক্তি। শিক্ষার্থীরা তাদের বিপ্লবের অনুপ্রেরণাকে ধরে রাখুক। 

ক্যাম্পাসে মাদকের বিষয়ে তিনি বলেন, আমাদের স্লোগান হচ্ছে ‘নো ড্রাগ’। মাদক ব্যবস্যা অন্যায় কাজ। এটা নির্মূলে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হবে। মাদককে কোনোভাবে মেনে নেওয়া হবে না। কারণ, আগামীর বাংলাদেশ ছাত্রদের; তাদের ক্ষতি হবে এমন কোনো কাজ হতে দেওয়া যাবে না। আমি আগে থেকেই এসব বিষয়ে শক্ত অবস্থানে আছি।

মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা, একাডেমিক স্থবিরতা, শিক্ষা-গবেষণা, দক্ষ ও যোগ্য লোক নিয়োগ ও সংস্কার-পরিকল্পনাসহ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন উপাচার্য। সভায় প্রেসক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক আজাহারুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত