বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
পরীক্ষা দিতে এসে গ্রেফতার ছাত্রলীগের দুই নেতা!
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৭:২৫ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের একাংশের তোপের মুখে পড়েন শাখা ছাত্রলীগের দুই নেতা। 

তারা হলেন শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় সম্পাদকল শাহিনুর পাশা এবং নাট্য ও বিতর্ক সম্পাদক আল আমিন। তারা উভয় বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

পরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা উদ্ধার করে থানা হেফাজতে হস্তান্তর করেন। 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে আসেন ছাত্রলীগের এ দুই নেতা। খবর পেয়ে বিভাগের সামনে গিয়ে কিছু শিক্ষার্থী তাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। 

পরে পরীক্ষা শেষ হলে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের গাড়ীতে করে বের করার দেওয়ার চেষ্টা করা হয়। তবে তা আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে তাদের জনরোষ থেকে নিরাপত্তা দিতে ইবি থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি। তাদের সাথে যেন মব জাস্টিসের ঘটনা না ঘটে সেটার গুরুত্বপূর্ণ দিয়েছি। আমরা ও সমন্বয়কেরা মিলে তাদের নিরাপত্তায় থানায় হস্তান্তর করেছি।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, তাদের নিরাপত্তায় থানায় হস্তান্তর করা হয়। তারা আমাদের হেফাজতে আছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত