রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
শিক্ষক-শিক্ষার্থীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়া প্রকৃত জ্ঞানার্জন সম্ভব নয়: ইবি উপাচার্য
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৬:১০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না হয়, তাহলে শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে না। তাই শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক হওয়া প্রয়োজন সৌহার্দ্যপূর্ণ।

শনিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এ এস এম) স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্বোধন এবং মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দুপুর ১২টায় পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. নসরুল্লাহ।

এসময় তিনি আরও বলেন, ক্লাস টাইমে শিক্ষার্থীরা দলবেঁধে আড্ডা দিচ্ছে এমনটি দেখতে চাইনা। ক্লাস টাইমে সমস্ত ক্যাম্পাস ফাঁকা থাকবে, সব শিক্ষার্থী থাকবে ক্লাসে এটা দেখতে চাই। এটাই আমার স্বপ্ন। আমি যখন খুব জনপ্রিয় হব একটি দূষিত সমাজে, মনে হবে যে আমিও দূষিত। দূষিত সমাজে যখন আমি অজনপ্রিয় হব, তাহলে আপনি মনে করবেন যে আমি ঠিক কাজটিই করছি।

তিনি বলেন, আমি চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়ে যারা রিসার্চ করবেন, জার্নাল পাবলিকেশন্স করবেন তাঁদের ইনসেভটিভ বাড়িয়ে দেয়ার জন্য। গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে তিনি ছাত্র এবং শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। 

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, পোস্ট-পজিশন এগুলো অটোমেটিক্যালি আসে। শিক্ষকরা, আপনারা এজন্য লালায়িত হবেন না, আপনাদের লক্ষ্য থাকবে একজন ভালো শিক্ষক, ভালো প্রফেসর হওয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ এস এম কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশ এর অ্যাম্বাসেডর ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

অনুষ্ঠানে প্রেজেন্টেশনের মাধ্যমে এ এস এম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এ এস এম স্টুডেন্ট চ্যাপ্টার, ইবি'র প্রেসিডেন্ট শোভন সাহা। সঞ্চালনায় ছিলেন এ এস এম স্টুডেন্ট চ্যাপ্টার, ইবি'র সেক্রেটারি আবু রেজা এবং ও উদিসা ইসলাম সুবাহ। অনুষ্ঠানে মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়াও অতিথিদের ক্রেস্ট উপহার দেয়া হয়। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত