মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
মিরপুরে স'ন্ত্রাসীদের গু'লিতে নারী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৫:০৯ PM আপডেট: ৩০.১০.২০২৪ ৫:২১ PM
পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় আজ বুধবার সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম আয়েশা (৩৫)।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাকছুদের রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আজ দুপুরের দিকে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পল্লবীর বাউনিয়াবাঁধে এক সন্ত্রাসী তাঁর প্রতিপক্ষ এক যুবককে লক্ষ্য করে গুলি চালায়। 

এ সময় সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক নারীর মাথায় লাগে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।

সূত্র জানায়, মমিন নামের এক সন্ত্রাসী তাঁর প্রতিপক্ষ মামুনকে গুলি চালিয়েছেন। ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক নারীর মাথায় লাগে।

প্রত্যক্ষদর্শী এক নারী জানান, ২০-৩০ জন মিলে এক ব্যক্তিকে মারধর করছিলেন। পাশাপাশি চাপাতি দিয়ে কোপাচ্ছিলেন। মারধরকারীদের মধ্যে দুই থেকে তিনজনের হাতে আগ্নেয়াস্ত্র এবং কয়েকজনের হাতে চাপাতিসহ ধারালো অস্ত্র ছিল। 

এ সময় কয়েকজন নারীসহ স্থানীয় লোকজন মারধরের শিকার ব্যক্তিকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। এতে ওই নারী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত