<
  ঢাকা    সোমবার ২৭ মার্চ ২০২৩
সোমবার ২৭ মার্চ ২০২৩
ইউরো বাছাইয়ের পর্তুগাল দলে ফিরলেন রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৭:২৭ এএম | অনলাইন সংস্করণ
বয়সের বিবেচনায় গত বিশ্বকাপের পর থেকে কিছুটা অনিশ্চয়তায় ছিল জাতীয় দলে ক্রিস্তিয়ানো রোনালদো ও পেপের ভবিষ্যৎ। তবে দুই অভিজ্ঞ খেলোয়াড়কে রেখেই সাজানো হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের পর্তুগাল দল।

পর্তুগালের কোচ হওয়ার পর শুক্রবার (১৭ মার্চ) প্রথমবারের মতো দল ঘোষণা করেছেন রবের্তো মার্তিনেস। স্প্যানিশ এই কোচের ২৬ সদস্যের দলে সেই অর্থে নেই কোনো চমক। বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আগামী শুক্রবার পর্তুগালের প্রতিপক্ষ লিখটেনস্টাইন। পরের ম্যাচে আগামী ২৭ মার্চ তারা খেলবে লুক্সেমবার্গের বিপক্ষে।

পর্তুগাল ও আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলস্কোরার রোনালদোর জন্য গত বিশ্বকাপ ছিল হতাশাজনক। তার দল বিদায় নেয় কোয়ার্টার-ফাইনাল থেকে। আসরে মাত্র এক গোল করা এই মহাতারকা শেষের দুই ম্যাচে শুরুর একাদশে জায়গা হারান। ওই সময়ের কোচ ফের্নান্দো সান্তোসের সঙ্গে বনিবনাও ঠিকঠাক হচ্ছিল না বলে সংবাদমাধ্যমে খবর এসেছিল
বিশ্বকাপের পর সান্তোস সরে গেলে তার স্থলাভিষিক্ত হন মার্তিনেস। এরপর তিনি বলেছিলেন, তার পরিকল্পনায় আছেন ৩৮ বছর বয়সী রোনালদো। দলে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ ডিফেন্ডার পেপে। ৩৯ বছর বয়সী এই ফুটবলারও ছিলেন কাতার বিশ্বকাপের দলে। এছাড়াও দলে ডাক পেয়েছেন বিশ্বকাপ চলাকালীন চোটে ছিটকে যাওয়া দুই ডিফেন্ডার নুনো মেন্দেস ও দানিলো পেরেইরা।

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলা   ফুটবল   







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
প্রধান উপদেষ্টা সম্পাদক : প্রফেসর ড. হারুন-অর-রশিদ
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০২-৪৮৮১১০৬১-৩, ই-মেইল : thebdbulletin@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত