সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘোষণা করেছেন জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। এদিকে রাফসান সাবাবের বিবাহবিচ্ছেদের খবর সামনে আসতেই আরও একটি নাম আলোচনায় এসেছে। আর সেটি হচ্ছে সংগীতশিল্পী জেফার রহমান। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই স্ত্রী এশাকে ডিভোর্স দিয়েছেন রাফসান। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন জেফার।
সংবাদ মাধ্যম অনুযায়ী, রাফসানের সম্পর্ক নিয়ে জেফার দাবি করেছেন, রাফসানের সঙ্গে সম্পর্কটা শুধুই বন্ধুত্বের। এর আগে একই দাবি করেছেন রাফসানও।
এ প্রসঙ্গে জেফার বলেন, ‘সাধারণত আমি এসব বিষেয় এড়িয়ে চলার চেষ্টা করি। তবে এ বিষয়টি অনেক দূর গড়িয়েছে। রাফসান আমার বন্ধু, অনেকটা ইন্ডাস্ট্রির অন্য বন্ধুদের মতো।’
এ গায়িকা আরো বলেন, ‘আমরা শো করেছি, অনেক ইভেন্টে অংশ নিয়েছি এমনকি হ্যাং আউট করেছি, তবে এটি কেবল আমরা দুজনই নয়, আমাদের সাথে আমাদের অন্যান্য বন্ধুও ছিল।’
জেফারের ভাষ্য, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যা পড়বেন, তাই বিশ্বাস করবেন না। কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, সেটি আবার কোনো ধরনের প্রমাণ ছাড়াই, এর মানে এই নয় যে আপনাকে বিশ্বাস করতে হবে।’