বিশ্বকাপের জমজমাট সেমিফাইনাল শুরু হচ্ছে আজ। মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে ৯ ম্যাচের সবগুলো জিতে শীর্ষে থেকেই সেমিতে পা রেখেছে ভারত। অন্যদিকে ৫ ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে সেমিতে এসেছে নিউজিল্যান্ড।
ফাইনালে ওঠার লড়াইয়ে মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস করতে নেমে জয় পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে তিনি নিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল স্বাগতিক ভারত। এখন পর্যন্ত একটি ম্যাচেও হারের মুখ দেখেনি তারা। নয় ম্যাচের সবকটিতে জিতে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারত। বিশ্বকাপে একমাত্র দল হিসাবে কোন ম্যাচ না হেরে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। সেই ধারা ধরে রেখে ফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে রোহিত শর্মার দল।
অপরদিকে, দারুণ শুরু করেছিল নিউজিল্যান্ডও। টানা চার জয় বিশ্বকাপ শুরু করেছিল কিউইরা। মাঝে টানা চারে হারের তেঁতো স্বাদ পায় তারা। তবে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে কেইন উইলিয়ামসের দল। প্রথম পর্বে ভারতের কাছে হারলেও এই ম্যাচ জিতে ফাইনালে যেতে চায় কিউইরা।
এরপর টানা চার হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের বিশাল ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে কিউইরা। জয়ের ধারা ধরে রেখে স্বাগতিকদের সঙ্গে এই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে কেন উইলিয়ামসনের দল।
চার বছর আগে, ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিলো ভারত এবং নিউজিল্যান্ড। সেবার কিউইদের কাছে হেরে বিদায় নিতে হয়েছিলো ভারতকে। চার বছর পর আবারও মুখোমুখি দুই দল এবং এবার ভারতের সামনে প্রতিশোধ নেয়ার দারুণ সুযোগ।
অন্যদিকে অধিনায়ক কেন উইলিয়ামসনকে পেয়ে দারুণ উজ্জীবিত নিউজিল্যান্ড। তার অসাধারণ নেতৃত্ব এবং পারফরম্যান্স দলকে এগিয়ে নিয়ে যায় সামনে। সে কারণে, কিউইরা স্বপ্ন দেখছে টানা তৃতীয় ফাইনাল খেলার।