রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক ইউপি সদস্য নিহত
ঘোড়াঘাঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৭:৫৫ PM
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক ইউপি সদস্য বজলুর রশিদ (৫৫) মঙ্গলবার বিকেলে মেয়ে তৃষা মনিকে তার শশুর বাড়িতে রেখে আসতে মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায়। তবে মেয়েকে শশুর বাড়িতে রেখে আসা হলোনা তার। 

যাবার পথে মালবোঝাই ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনি। তার পুরো মাথা থেঁতলে গেছে। প্রাণে বেঁচে গেছেন মোটর সাইকেলের পেছনে বসে থাকা তার মেয়ে তৃষা মনি।

মঙ্গলবার(৯জানুয়ারী) বিকেল ৪টা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনামুখি বাজার এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত বজলুর রশিদ ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) এবং ওই ওয়ার্ডের খলসী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিস জানান, মেয়েকে নিয়ে মহা সড়কের সোনামুখি বাজার থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন বজলুর রশীদ। একই সময় দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী চাল বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-১৪১৪) সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটর সাইকেলের। এতে ট্রাকটির চালকের আসনের ডানপাশে থাকা চাকার নিয়ে চলে যায় মোটরসাইকেলটি এবং চালক বজলুর রশীদের পুরো মাথা থেঁতলে যায়। একই সময় রাস্তার বামপাশে ছিটকে পড়ে যায় মোটর সাইকেলের পেছনে থাকা তৃষা মনি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ঘটনার পর পরেই ট্রাকের চালক এবং হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজু করা হবেএবংমর দেহের বিষয়ে আলোচনা সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত