মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
জামানত হারা‌লেন পি‌রোজপু‌রের ১৩ প্রার্থী
‌পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ৪:০৭ PM
নির্বাচনি আসনে কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ অর্থাৎ কোনো প্রার্থী কাস্টিং ভোটের শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হবে এমনটাই  নির্বাচন কমিশনের নিয়ম। এই ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩টি সংসদীয় আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৯ জন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ১৩ জন প্রার্থীই তাদের নির্বাচনি এলাকার মোট ভোটের সাড়ে ১২ শতাংশ হারে ভোট পাননি। নিয়ম অনুযায়ী ওই ১৩ জন প্রার্থীর জমা দেওয়া জামানত বাজেয়াপ্ত করবে নির্বাচন কমিশন।

পিরোজপুর-১ আসনে মোট ৪ জন প্রার্থীর পক্ষে ১ লাখ ৬৩ হাজার ৭ ভোট পড়েছে। এর মধ্যে ২ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলো জাতীয় পার্টির লাঙ্গল মার্কা নিয়ে মো. নজরুল ইসলাম পেয়েছেন ১ হাজার ২৩৬ ভোট এবং তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) মো. ইয়ার হোসেন রিপন পেয়েছেন ৮৭৪ ভোট। এ আসনে ৮৫ হাজার ৪১০ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

পিরোজপুর-২ আসনে মোট ৭ জন প্রার্থীর পক্ষে ১ লাখ ৭১ হাজার ১৯৪ ভোট পড়েছে। এর মধ্যে ৫ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলো বাংলাদেশ তরিকত ফেডারেশন (ফুলের মালা) মার্কা নিয়ে মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ১১৬ ভোট, গণফ্রন্ট (মাছ) মার্কা মোহাম্মদ মাহতাব উদ্দীন মাহমুদ পেয়েছেন ৫১৮ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) মো. মিজানুর রহমান পেয়েছেন ২১৮ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি (আম) মো. আবুল বাশার পেয়েছেন ২১৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেস (ডাব) মো. ছগির মিয়া পেয়েছেন ১৭৭ ভোট। এ আসনে ৯৯ হাজার ২৬৮ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছেন মো. মহিউদ্দীন মহারাজ।

পিরোজপুর-৩ আসনে মোট ৮ জন প্রার্থীর পক্ষে ১ লাখ ১০ হাজার ৮৮৪ ভোট পড়েছে। এর মধ্যে ৬ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলো বাংলাদেশ তরিকত ফেডারেশন (ফুলের মালা) মার্কা নিয়ে মো. শহিদুল ইসলাম পেয়েছেন ৫৭ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি) মার্কা মো. জাসেম মিয়া পেয়েছেন ৫৭ ভোট, জাতীয় পার্টি (লাঙ্গল) মো. মাশরেকুল আজম রবি পেয়েছেন ৬৬০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি (আম) মো. আমির হোসেন পেয়েছেন ১১৮ ভোট, বাংলাদেশ কংগ্রেস (ডাব) হোসাইন মোশারেফ সাকু পেয়েছেন ৪৬ ভোট এবং বাংলাদেশ কল্যাণ পার্টি (হাতঘড়ি) মো. শহিদুল ইসলাম স্বপন পেয়েছেন ১৯৫ ভোট। এ আসনে ৬২ হাজার ১৩০ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছেন মো. শামীম শাহনেওয়াজ।

উ‌ল্লেখ‌্য, পি‌রোজপুর -১ আসন থে‌কে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম,  পি‌রোজপুর -২ আসন থে‌কে মো. মহিউদ্দীন মহারাজ এবং পি‌রোজপুর -৩ আসন থে‌কে মো. শামীম শাহনেওয়াজ সংসদ সদস‌্য হি‌সে‌বে শপথ গ্রহন ক‌রেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত