শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
বিজয়নগরে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ৬:৪৪ PM
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে  ৬টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। আনুমানিক দুপুর ১ টার দিকে উপজেলার মির্জাপুর মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আজ বুধবার (১০ জানুয়ারী) বিজয়নগর উপজেলার মির্জাপুর মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট  সার্কিট থেকে সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে।  অগ্নিকাণ্ডেরে খবর পেয়ে উপজেলা ফায়ার  সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রন আনেন। এদিক  ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হওয়ার আগেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ,পুলিশ সদস্যেদের যৌথ প্রচেষ্টায় প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। 

আগুনে ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে রয়েছে মুদি দোকান, কনফেকশনারী, বিকাশ ও কম্পিউটার, ফার্মেসী, কাঠ ফার্নিচার, সুন্দরবন কুরিয়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি প্রায় ৫০ লক্ষ টাকার অধিক। 

এ বিষয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের লিডার মোশারফ হোসেন নিয়াজী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়াস সার্ভিসের কর্মীরা দ্রুত সময়ে ঘটনারস্থলে পৌঁছে  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের উৎপত্তি কিসে থেকে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট দেখে আগুনের সূত্রপাত হতে পারে। 

বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ জানান, মির্জাপুর মোড়ে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরির্দশন করেছি। ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা প্রনয়ন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত