মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
সিংড়ায় দলবদ্ধভাবে তরুণীকে ধর্ষণের চেষ্টা মামলায় তিনবন্ধু কারাগারে
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, ৪:৩২ PM আপডেট: ১১.০১.২০২৪ ৫:০৪ PM
নাটোরের সিংড়ায় ধর্ষণের চেষ্টায় ৩ যুবককে আটক করেছে সিংড়া থানা পুলিশ। এ ঘটনায় বাদী হয়ে সিংড়া থানায়  মামলা করেছে ভুক্তভোগীর মা। 

গত বুধবার (১০ জানুয়ারী) রাত ৮ টায় উপজেলার ৯ নং তাজপুর ইউনিয়নের ভাদুড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টায় আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়।  

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, হুলহুলিয়া গ্রামের সুজা প্রাং এর মেয়ে তার মায়ের সাথে পাশের ভাদুড়ি গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন বুধবার আনুমানিক রাত ৮ টায় মামার বাড়ির পাশের একটি খড়ের গাদার সামনে বখাটে ৩ যুবক মিলে ঐ মেয়েকে ধর্ষষের চেষ্টা করে। এসময় ভুক্তভোগীর চিৎকারে পাশের লোকজন ছুটে আসলে বখাটে যুবকরা পালিয়ে যায়। 

পরে পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ওই ৩ জন যুবককে আটক করে। আটককৃতরা হলেন, ভাদুড়ি পাড়ার আজাদ আলীর ছেলে আরিফ আলী (২২), হেলাল উদ্দিনের ছেলে হাসান আলী (২৪), লতিফের ছেলে সুমন আলী (২৬)।

সিংড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম বলেন, আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানে হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত