রংপুরের গঙ্গাচড়া উপজেলায় দরিদ্র শীতার্তদের মাঝে মডেল থানার আয়োজনে কম্বল বিতরণ করা হয়েছে।
৮০ বছরের বৃদ্ধা আনিচা। লাঠিতে ভর করে এসেছেন, হাতগুলো কাঁপছে থরথর করে। তাঁর হাতে তুলে দেওয়া হলো একটি কম্বল। সঙ্গে সঙ্গে সেটি গায়ে জড়িয়ে নিলেন তিনি। তারপর দীর্ঘশ্বাস ছাড়লেন এবং বললেন, ‘কম্বলটা গায়ে দিয়ে অনেক শান্তি লাগছে’।
কম্বল হাতে পেয়ে শারীরিক প্রতিবন্ধী আলম বলেন, ‘এই কম্বল আমার জীবন বাঁচাবে। কম্বলডা গায়ে দিয়ে আইজ রাইতে শান্তিতে ঘুমাব।’
১১ জানুয়ারি (বৃহস্পতিবার) গঙ্গাচড়া মডেল থানার সামনে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ডিআইজি রংপুর রেঞ্জ মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবু হোসেন মোহাম্মদ রায়হান, গংগাচড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ মাসুমুর রহমান, তদন্ত ওসি শফিকুল ইসলাম শফিক সহ সকল কর্মকর্তা।