মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
দশমিনায় সেতু ভেঙে অতিরিক্ত পণ্যবোঝাই অবৈধ ট্রলি খালে
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, ৭:৪৩ PM
পটুয়াখালীর দশমিনায় আয়রন সেতু ভেঙে অতিরিক্ত পণ্য বোঝাই একটি অবৈধ ট্রলি খালে পড়েছে। এতে ট্রলিটির চালক আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার (১২ জানুয়ারী) সকাল ৬টার দিকে বোঝাই পণ্যসহ প্রায় সাড়ে চার টন ওজন নিয়ে একটি অবৈধ ট্রলি উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী-জাফরাবাদ-জমির মৃধা গ্রামীণ পাকা সড়কের ওপর সেতুটি পার হওয়ার চেষ্টা করে। এ সময় অতিরিক্ত ওজন সামলাতে না পেরে বিকট শব্দে পণ্য বোঝাই ট্রলিটি নিয়ে খালের মধ্যে ভেঙে পড়ে সেতুটি। এ ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল ও যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা যায়, গ্রামীণ সড়কের ওই সেতুটি রিক্সা, অটোরিক্সা, মোটর সাইকেল ও ইজিবাইকসহ বিভিন্ন প্রকার হালকা যানবাহন চলাচলের উপযোগী হলেও প্রতিদিন ভারী  নির্মাণ সামগ্রী বোঝাই প্রায় ১০-১৫টি অবৈধ ট্রলি এটির ওপর দিয়ে অবাধে চলাচল করে। এছাড়া প্রায় দুই যুগ আগে নির্মিত সেতুটি দিয়ে পণ্য বোঝাই ভারী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হলেও এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চালকদের দৃষ্টি আকর্ষণ করে সেতুর দুই পাড়ে কোনো লিখিত নির্দেশনা প্রদর্শন করেননি।

স্থানীয়রা জানান, সেতুটি দ্রুত মেরামত বা নির্মাণ না করা হলে দুই গ্রামের প্রায় সাত হাজার মানুষের সড়কপথে উপজেলা সদরের সাথে যোগাযোগে ব্যাপক ভোগান্তি হবে। দ্বিগুণ পথ ঘুরে উপজেলা সদরে যেতে হবে। এছাড়াও প্রাথমিকের ও এবতেদায়ী মাদ্রাসার অসংখ্য শিশু শিক্ষার্থীদের পোহাতে হবে চরম ভোগান্তি।

দশমিনা উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মকবুল হোসেন মুঠোফোনে বলেন, সেতুটিতে হালকা যানবাহন চলবে। ওটায় কোনো ট্রলি ওঠার কথা না। আমাদের কাছে ট্রলি কর্তৃপক্ষ জিজ্ঞেস করে ওঠে নাই। যারা সেতুটি ভেঙেছে তারাই এটি ঠিক করবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত