লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ অভিযানে ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ৭ জেলেকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার চর লরেন্স ইউনিয়নের নবীগঞ্জ এলাকার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় ৭ জেলেকে ১৪ হাজার টাকা জরিমানা ও ৮০ হাজার মিটার কারেন্ট জাল জনসম্মুখে পুড়ে ধ্বংস করা হয়।
কমলনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান,উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ৭ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে কমলনগর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সুচিত্র রঞ্জন দাশ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।উক্ত কোর্টে প্রত্যেকের ২ হাজার টাকা করে ৭ জনের ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এবং আটককৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা মৎস্য অফিসার আমিনুল ইসলাম ও কোস্ট গার্ড কন্টিজেন্ট কমান্ডার।