রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
মানিকগঞ্জে শীতার্তদের পাশে দাঁড়ালো শতরূপা ফাউন্ডেশন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ১:৪৬ PM
ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বেসরকারি সংস্থা শতরূপা  মানবিক উন্নয়ন ফাউন্ডেশন। 

শুক্রবার (১২ জানুয়ারি) রাতে মানিকগঞ্জ শহরের খন্দকার দেলোয়ার হোসেন কলেজ প্রাঙ্গনে দেড় সহস্রাধিক অসহায় ছিন্নমূল নারী-পুরুষের মাঝে শীত বস্তু হিসেবে কম্বল বিতরন করা হয়।

হাড়কাঁপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত মানিকগঞ্জের অসহায় মানুষের মাঝে এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংস্থার কর্তা ব্যক্তিরা।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো: কবির হোসেন বলেন, কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ মানিকগঞ্জ শহরে হতদরিদ্র ও ভবঘুরে মানুষ এখন মানবেত জীবন যাপন করছেন। শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের এমন উদ্যোগ সত্যিকার অর্থে প্রশংসনীয়।  তিনি শতরূপার মত অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থা সামর্থ্যবান ব্যক্তিদের আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। 

এ সময় শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্মসচিব মো: রমজান আলীর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন।

বিশেষ অতিথি ছিলেন  মানিকগঞ্জ পৌরসভার  ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো আবু মোহাম্মদ নাহিদ , শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্মসচিব শফিকুল ইসলাম সেতু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শফি আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্বাধীন লাভলু, ডিজাইন এক্সপ্রেস এর স্বত্বাধিকারী আর কে জুয়েল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত