মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত উখিয়ার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুস সোবাহান
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ৬:৫৯ PM
কক্সবাজারকে হানাদারমুক্ত ঘোষনার নায়ক বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব. আব্দুস সোবহান এর অন্তিম যাত্রায় গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। উখিয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে বিউগলের সুরে এই শেষ বিদায় দেওয়া হয়। 

শনিবার বিকেল ৩ টায় উখিয়ার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব. আব্দুস সোবহান স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই গার্ড অফ অনার প্রদান করা হয়।

রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসাইন। এরপর বাংলাদেশ সেনাবাহিনী, প্রশাসনিক ও সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়।

শুক্রবার রাত ৯ টায় হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যার নিজ বাসভবনে তিনি পাড়ি জমান না ফেরার দেশে। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ২ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত