মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
পানছড়ি বাজার বয়কটের মেয়াদ বাড়ল এক মাস
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ৬:৪৬ PM
চলমান পানছড়ি বাজার বয়কটের মেয়াদ আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার ইউপিডিএফ পানছড়ি উপজেলা ইউনিটের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

ইউপিডিএফ কেন্দ্রীয় প্রচার বিভাগের সম্পাদক নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য, বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রুহিন ত্রিপুরার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গত ১২ ডিসেম্বর এক মাসের জন্য পানছড়ি বাজার বয়কটের ডাক দেয়া হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার এক মাস পরও খুনীদের কেবল গ্রেফতার করা হয়নি তাই নয়, তাদেরকে বরং নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে এবং তারা বুক ফুলিয়ে খুনের দায় স্বীকার করে ফোন করে আরও অনেককে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে।

এ অবস্থায় বাজার বয়কটের মেয়াদ বৃদ্ধি করা ছাড়া পার্টির অন্য কোন বিকল্প নেই বলে সভায় অভিমত ব্যাক্ত করা হয় এবং আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত উক্ত বয়কট অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। দাবি মানা না হলে বয়কটের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলেও সভায় উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যমত্য প্রকাশ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত