চট্টগ্রাম ১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু বলেছেন, বর্তমান সরকার দেশের খেলাধুলার মান উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত করছে। আজ দেশের ছেলেদের পাশাপাশি নারী ক্রিকেটাররাও বিদেশের মাটিতে স্ব মহিমায় খেলে যাচ্ছে এবং দেশের জন্য গৌরব বয়ে আনছে। আশা করি চট্টগ্রামের নবীন ক্রিকেটাররা একদিন জাতীয় দলেও সুযোগ করে নেবে।
বি.বি.সি মিউচুয়্যাল ফ্রেন্ডসের আয়োজনে নাইট শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর ১২নং সরাইপাড়া ওয়ার্ডের উত্তর সরাইপাড়া বঙ্গবন্ধু গলিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথির ভাষণে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেছেন, নগরীর প্রতিটি পাড়া মহল্লায় এমন আয়োজনের মাধ্যমে এলাকার শিশু-কিশোর থেকে তরুণ, যুবাদের খেলাধুলার সুযোগ করে দিতে হবে৷ এই ধরনের কায়িক খেলাধুলা আমাদের আগামীর প্রজন্মকে সুস্থ ও সুন্দর ভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷
২৪টি টিমের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে হাজী আবুল কালাম স্মৃতি সংসদ প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় উই আর সাইলেন্ট কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন। বিজয়ী দল ট্রফির সাথে দশ হাজার টাকার প্রাইজমানি গ্রহণ করেন ৷ রানার্সআপ টিম ট্রফির সাথে পেয়েছেন ছয় হাজার টাকার প্রাইজমানি।