টাঙ্গাইলের ভূঞাপুরে আনন্দ টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক মরহুম আব্বাস উল্লাহ সিকদারের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার জিগাতলা আদর্শ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করেন আনন্দ টিভি’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল আমিন শোভন।
এসময় ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী তালুকদার, কার্যকরি সদস্য মাহমুদুল হাসান, মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক খন্দকার মাসুদ রানা সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মরহুম আব্বাস উল্লাহ সিকদারের আত্নার শান্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন- হাফেজ মাওলানা শেরেজাহান আলী।