লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) বিকেলে শহরের এন আহম্মাদীয়া স্কুল মাঠে এ সংবর্ধনা দেয়া হয়। এর আগে সকালে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জসিম উদ্দিন প্রমুখ।
এর আগে রায়পুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈনিক নেতৃবৃন্দ, সুধিসমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।