খুলনার রূপসা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত অবৈধ যান ট্রলির ধাক্কায় মোঃ সাইফুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ রবিবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নৈহাটী বালিকা বিদ্যালয়ের অদূরে এ ঘটনাটি ঘটে।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা ভাষান মোল্লার ছেলে সাইফুল ইসলাম মোটরসাইকেল যোগে কাজদিয়ার উদ্দেশ্যে রওনা হন। মোটরসাইকেল চালক নৈহাটী বালিকা বিদ্যালয়ের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নিষিদ্ধ ঘোষিত অবৈধ যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক কে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।