যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস এর দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার রাত সাড়ে আটটার দিকে ঈশ্বরদীর কেন্দ্রিয় গোরস্থানের মুুক্তিযোদ্ধা চত্ত¡রে তার দাফন সম্পন্ন হয়। এর আগে ঈদগাহ ময়দানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এসময় মরহুমের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, পাবনা-৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, সাবেক সাংসদ নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী পৌরমেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান প্রমূখ। এসময় ঈশ্বরদী প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, শনিবার সকাল ১০টার দিকে রাজধানী ঢাকার একটি বাসায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহিৃরাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত ২৮ ডিসেম্বর থেকে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য দলীয় অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন।
নায়েব আলী বিশ্বাস ঈশ্বরদী শহরের মশুড়িয়া পাড়া এলাকায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত সৈয়দ আলি বিশ্বাস। নায়েব আলী বিশ্বাস প্রথম ঈশ্বরদীতে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন।