শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
ঈশ্বরদীতে মাধ্যমিকে দুই ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে একদিন বন্ধ ঘোষণা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ৩:৩৩ PM
ঈশ্বরদীতে রবিবার সর্বনিম্ন তামপাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের কারণে ঈশ্বরদীতে মাধ্যমিক বিদ্যালয়গুলো দুই দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোও এক দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  মাধ্যমিক বিদ্যালয়গুলো রবিবার ও সোমবার (২১ ও ২২ জানুয়ারি) এবং প্রাথমিক বিদ্যালয়গুলো রবিবার বন্ধ ছিল। সোমবার প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে কি না সে সিদ্ধান্ত নেওয়া হবে সোমবার সকালে।

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই সেখানকার স্কুলগুলো বন্ধ রাখার জন্য সরকারি নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী ঈশ্বরদীর  শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত দেওয়া হয়।

আবহাওয়া অফিসের তথ্য মতে, ঈশ্বরদীতে আজ এবছরের সর্বনিম্ন তামপাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭ দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহেদুজ্জামান বলেন, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার ও সোমবার ঈশ্বরদীর তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই মাউশির নির্দেশনা অনুযায়ী এ দুই দিন মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান জানান, তারা শুধু রবিবার প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার আবার আবহাওয়ার পূর্বাভাস জেনে সোমবারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি দেখা যায় সোমবারও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে, তাহলে সেদিনও উপজেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত