রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
প্রভাষক চিত্তরঞ্জন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ৪:৩৫ PM
খুলনার চাঞ্চল্যকর প্রভাষক চিত্তরঞ্জন হত্যা ও ডাকাতি মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী রাজু মুন্সিকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। রোববার (২১ জানুয়ারি) দুপুরে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভাষক চিত্তরঞ্জন কেএমপি খুলনা সদর থানধীন আমতলা মোড়ে স্বপরিবারে বসবাস করতেন। প্রতিদিনের ন্যায় পিটিআই মোড় অবস্থিত নিজ নামীয় (চিত্ত স্যারের ব্যাচ) শেষ করে তিনি ২০১৭ সালের ১৪ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফেরেন। একই রাতে ডাকাতির উদ্দেশ্যে বাসার জানালার গ্রিল কেটে আসামিরা ভিতরে প্রবেশ করে। ভিকটিম চিত্তরঞ্জন আসামীদের বাঁধা দিলে আসামীরা তাকে হাত, পা ও মুখ বেধে হত্যা করে লাশটি খাটের উপর ফেলে রাখে। একইসঙ্গে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে চলে যায়। এ ঘটনায় কেএমপি খুলনা সদর থানায় ভিকটিমের ভাই বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামীদের বিরূদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২১ সালের ১১ মার্চ খুলনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় আদালত ২ আসামীকে মৃত্যুদন্ডের সাজা প্রদান করেন। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে খুলনার চাঞ্চল্যকর প্রভাষক চিত্তরঞ্জন হত্যা ও ডাকাতি মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অবস্থান করছে। শনিবার আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী রাজু মুন্সিকে গ্রেপ্তার করে। তাকে কেএমপি খুলনার খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত