চাঁপাইনবাবগঞ্জে মাদক সরবরাহের সময় ১২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। রোববার দিবাগত রাতে এক অভিযানে মাদকসহ ২ যুবককে আটক করতে সক্ষম হয় র্যাব-৫, জব্দ করা হয় একটি মোটরসাইকেল।
গ্রেফতারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার তারাপুর হঠাৎপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে মশিউর রহমান (২৪) এবং বনপাড়া ভবানীপুর এলাকার একরামুল হকের ছেলে আনারুল ইসলাম (২৭)।
সোমবার (২২ জানুয়ারি) সকালে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গতকাল রোববার (২১ জানুয়ারী) রাত সাড়ে ১০টায় জেলার শিবগঞ্জ উপজেলার ১৫ নং নয়ালাভাঙ্গা ইউপির অন্তর্গত নয়ালাভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাবের আভিযানিক দল তার গতিরোধ করে তল্লাশি করে ৯০ হাজার ৩ শত টাকা মূল্যের ১২৯ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। অভিযানে মাদক ব্যবসায়ী আনারুল ও মশিউরকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মটরসাইকেল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ীরা তাদের দোষ স্বীকার করায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে তাদের সোপর্দ করা হয়।