শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
শেরপুরে তিন বছরেও শেষ হয়নি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিতরণকৃত ঘরের কাজ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ২:২৫ PM
শেরপুরের ঝিনাইগাতীতে তিন বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি প্রধানমন্ত্রীর দেয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে বিতরণকৃত সেমি পাকাঘর । এ অভিযোগ ভুক্তভোগীদের।

সরেজমিনে গিয়ে জানা যায়, পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী সেলের অর্থায়নে ২০১৯-২০-২১ অর্থ বছরে গৃহনির্মাণ প্রকল্প হাতে নেয়। প্রতিটি সেমি পাকা ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় ১ লাখ ৭০ হাজার টাকা। ওই প্রকল্পের আওতায় ঝিনাইগাতী উপজেলার গৃহহীন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের লোকদের মধ্যে বিতরণের জন্য ২০টি ঘর বরাদ্দ আসে। এর আওতায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঘরগুলো নির্মাণের দ্বায়িত্ব দেওয়া হয় আদিবাসী সংগঠন উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে। ঘর নির্মান কাজ যথারীতি শুরুও হয় এবং ঘর নির্মাণের জন্য বরাদ্দকৃত সমুদয় টাকা উত্তোলন করা হয়। কিন্তু দীর্ঘ তিন বছরে ওইসব ঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। এতে করে বর্তমানে ঘরগুলোতে বসবাস করতে পারছেন না সুবিধাভোগীরা। এতে চরম বিপাকে রয়েছেন তারা। ভুক্তভোগী পরিবারগুলো সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

অনুসন্ধানে জানা যায়, ঘরগুলোর ফ্লোর ঢালাই, বাথরুম, দরজা, জানলাসহ কোন কোন ঘরের প্লাস্টারের কাজ এখনও হয়নি।

উপজেলার নয়া রাংটিয়া গ্রামের রিতা মনি কোচ, হিন্দু পাড়ার রঞ্জন চন্দ্র বর্মণ, গজনী গ্রামের রবিও সাংমা, ডেফলাই গ্রামের তৃষ্ণা দিও, ধানশাইল চকপাড়া গ্রামের সমলা ম্রংসহ আরও অনেকেই বলেন, ঘরের অর্ধেক কাজ শেষ হতে না হতেই কাজ বন্ধ করে দেন গৃহনির্মাণকারীরা। তারা আরও বলেন, এ বিষয়ে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশীকে ঘর নির্মাণ করে দেওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও দীর্ঘ তিন বছরেও তিনি কোন কর্নপাত করছেন না।

উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশী বলেন, হাতে টাকা না থাকায় কাজ করতে দেরি হচ্ছে। তবে দ্রুতই বাকি কাজ সম্পন্ন করে দেওয়া হবে।

এ প্রসঙ্গে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া বলেন, ঘরের তালিকা নিয়ে অনুসন্ধান করে কতগুলো ঘরের কাজ বাকি আছে তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত