মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ ৭ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
অভিভাবকরা অজান্তেই সন্তানদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে: জবি উপাচার্য
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ৬:৫৮ PM
অভিভাবকরা নিজেদের অজান্তে-অগোচরে তাদের সন্তানদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর সদরঘাটের ‘হীড ইন্টারন্যাশনাল স্কুল’ এর ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশ্য করে সাদেকা হালিম বলেন, ‘প্রতিবছর ফলাফলের পর কিছু সংখ্যক শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এর কারণ হিসেবে আমি অভিভাবকদেরকেই দায়ী করব। প্রতিযোগীতার এই যুগে অভিভাবকরা তাদের অজান্তে-অগোচরে সন্তানদের আত্মহত্যার দিকে ঢেলে দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অভিভাবকরা তাদের বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিচ্ছে না। যার কারণে তারা মাদকসহ নানা অপকর্মে লিপ্ত হচ্ছে।’ এর হতে বের হতে শাসন না করে ছেলে-মেয়েদের পাঠ্যপুস্তকের আলোকে স্বাভাবিকভাবে গড়ে তোলার শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ দিয়েছেন এই উপাচার্য।

বুড়িগঙ্গা নদী এতটাই দূষিত হয়ে পড়ছে যে দূষিত বায়ুর প্রভাব শিশুদের উপর পড়ছে বলে উপাচার্য বলেন, ‘পুরান ঢাকায় অনেক ছোট ছোট বাচ্চা পড়াশোনা করছে কিন্তু এখানকার বায়ুর যা অবস্থা, আমার মনে হয় বাচ্চাগুলোর রক্ত পরীক্ষা করলে বোঝা যাবে এখানকার বায়ুর প্রভাব তাদের উপরে কতটা পড়ছে।’

এসময় তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, পুরান ঢাকায় অনেক কল-কারখানা আছে, কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে। এসবের কেমিক্যাল পরিবেশে এসে মিশছে, এখনই পদক্ষেপ নিয়ে এই ইন্ডাস্ট্রিগুলো সরানোর দাবি জানান তিনি।

অনুষ্ঠানে হিড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ টলবার্ট ডোবে সহ শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত