বুধবার ২৩ জুলাই ২০২৫ ৮ শ্রাবণ ১৪৩২
বুধবার ২৩ জুলাই ২০২৫
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় খুকৃবি উপাচার্যের শোক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৯:২৪ PM
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খুলনা  কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। 

এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। 

তিনি বলেন, এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা জাতিকে গভীরভাবে শোকাহত করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান সবসময়ই একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়। সেখানে এমন প্রাণঘাতী দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। 

তিনি আরও বলেন, যারা এই দুর্ঘটনায় স্বজন হারিয়েছেন, সেইসব শোকসন্তপ্ত পরিবারের প্রতি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বিল আলামীনের নিকট দোয়া করি, তিনি যেন নিহতদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারগুলো এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন। পাশাপাশি আমি আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত